শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এই আদেশ দেন। একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন । আদালত জানান, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ছয় মামলায় উচ্চ আদালত থেকে ও সর্বশেষ আরও একটি মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পায়। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। গুঞ্জন ওঠে, তিনি জামিনে মুক্তির পর দেশত্যাগ করছেন।এতে জেলা জজ, রাষ্ট্রপক্ষের আইনজীবী, গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও বিএনপি দলীয়...