বাংলাদেশে আবারও ছড়িয়ে পড়ছে গবাদি পশুর মাধ্যমে সংক্রমিত মারাত্মক রোগ *অন্থ্রাক্স। এ রোগ পশুর পাশাপাশি মানুষের শরীরেও সংক্রমণ ঘটিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় রোগটি শনাক্ত হয়েছে। বিশেষ করে রংপুরের পীরগাছা উপজেলাতে নতুনভাবে অন্থ্রাক্সের উপসর্গ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্য অনুযায়ী, সম্প্রতি সেখানে সন্দেহভাজন ১২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে অন্থ্রাক্সের জীবাণু* শনাক্ত হয়েছে। শুধু তাই নয়, ফ্রিজে সংরক্ষিত মাংসেও অন্থ্রাক্সের জীবাণু পাওয়া গেছে। রংপুরের সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত জুলাই ও সেপ্টেম্বরে পীরগাছায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চারটি ইউনিয়নে অন্তত ৫০ জন আক্রান্ত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে তিন শতাধিক গবাদি পশু মারা গেছে, এবং অসুস্থ পশু জবাই করে মাংস নাড়াচাড়া...