কৃষক পরিবারের সন্তান কাজী নজরুল ইসলাম। ছোটবেলা থেকে ছিলেন ডানপিটে, পড়াশোনায় তেমন মনোযোগ ছিল না। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে শুরু করেন রেফ্রিজারেটর মেরামতের কাজ, তবে তাতে সফল হতে পারেননি। পরে মামার পরামর্শে মাত্র দুই হাজার টাকা পুঁজি নিয়ে চায়ের দোকান দেন শরীয়তপুর সদরের আংগারিয়া বাইপাস সংলগ্ন এলাকায়। আজ সেই ছোট দোকানই বদলে দিয়েছে তার ভাগ্য। নজরুল এখন প্রতিদিন ৭ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কেজি দুধের চা বিক্রি করেন, যার আয় ৮ থেকে ১০ হাজার টাকা। তার দোকানটির নাম ‘হাইওয়ে চায়ের আড্ডা’। শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের হাজতখোলা গ্রামের নুরুজ্জামান কাজী ও আছমা বেগম দম্পত্তির ছেলে নজরুলের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার তরুণরা। প্রথম দিকে মাত্র দুই কেজি দুধের চা বিক্রি করে শুরু করেছিলেন তিনি। এখন তার দোকানে দুধ চা, দই...