এদিকে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, একমি পেস্টিসাইডস লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার ইস্যুর ক্ষেত্রে অনিয়ম হওয়ায় কোম্পানির পরিচালনা পর্ষদের পাঁচজনসহ মোট ১৪ ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ-সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ওই চার বিনিয়োগকারীর মধ্যে তিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে একমি পেস্টিসাইডস কোম্পানির সংশ্লিষ্টরা শেয়ার ইস্যুর শর্তে ১৪ কোটি টাকা নিয়েছেন। বিভিন্ন সময়ে একমি পেস্টিসাইডসের ব্যাংক হিসাব এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজা-উর-রহমান সিনহা ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সেলিম রেজাকে সরাসরি এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চেকে ও নগদে ওই অর্থ দিয়েছেন তিন বিনিয়োগকারী। যার...