সন্ধ্যা ৬টার আগেই ক্যাটাগরি-৩-এর ভোট গণনা শেষ হতেই উল্লাস করতে করতে বের হলেন খালেদ মাসুদ পাইলট। অন্য পাশে দাঁড়িয়ে থাকা আরেক প্রার্থী দেবব্রত পালের মলিন মুখটাও তখন দেখা যাচ্ছিল। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমের এক পাশে যখন আনন্দের জোয়ার, তখন অন্য পাশে ক্ষুব্ধ দেখা গেল দেবব্রতকে। বিসিবির পরিচালনা পর্ষদের এবারের নির্বাচনে সরকার থেকে শুরু করে নানামুখী প্রভাব ছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি।বিসিবি নির্বাচন ঘিরে কম নাটকীয়তা হয়নি। তবে ভোটের মাঠে লড়াইয়ের আভাস ছিল ক্যাটাগরি-৩-এ। এক পরিচালকের জন্য লড়াইয়ের মাঠে ছিলেন দুজন—খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল। দুজনই আবার সাবেক ক্রিকেটার। অনেকটাই সমঝোতার এই নির্বাচনে ভোটের লড়াইয়ের আভাস মিলেছিল শুধু ক্যাটাগরি-৩-এ। তবে সেখানে ফল এসেছে আকাশ-পাতাল ব্যবধানেই। ৪৩ ভোটের মধ্যে ৩৫টি পেয়ে নির্বাচিত হয়েছেন পাইলট। ৭ ভোট পান পরাজিত দেবব্রত। ভোট...