ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর ছাড়া পাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের অধিকারকর্মীরা নির্মম নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাঁদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। তাঁদের হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়েছে। মারধরও করা হয়েছে। তিন দিন তাঁরা কিছু খেতে পাননি। এমনকি শৌচাগারের পানি পান করেও থাকতে হয়েছে। ইসরায়েলের অবরোধ ভেঙে ত্রাণসামগ্রী নিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় যেতে চেয়েছিলেন এসব অধিকারকর্মী। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে ৪২টি নৌযানের একটি বহর নিয়ে গাজায় যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার ৪৭৯ জনকে আটক করে ইসরায়েল। আটক এসব অধিকারকর্মীর মধ্যে গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ জনকে ইসরায়েল ফেরত পাঠিয়েছে। এর আগের তিন দিনে বিভিন্ন দেশের ১৭০ জন অধিকারকর্মীকে ফেরত পাঠানো হয়েছিল। ইসরায়েলে বন্দিদশায়...