প্রচলিত একটি কথা আছে, ‘উল্টা বুঝিলি রাম!’ তাহলে কি অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কসের উচ্চারণের উল্টোটা বুঝে আমাদের অন্তর্বর্তী সরকার ব্যর্থতায় অবগাহন করার অপেক্ষায় আছে! একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু শেষ হয়েছে গত বছর ডিসেম্বরেই। হানিমুন পিরিয়ডের পর দশ মাসে প্রবেশ করেছে সরকারের মেয়াদ। উল্লেখ্য, মানবজাতির বিকাশ পর্বে দশ মাস দশ দিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি মানুষের এক ইনবিল্ড প্রবণতা। আর এই সরকারের কাছে মানুষ যা চায়, তাও রাষ্ট্র কাঠামোর মধ্যেই বিরাজমান। প্রথম চাওয়া, নিরাপত্তা। যাকে একসময় ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি’ হিসেবে আওয়াজ তোলা হয়েছিল। দ্বিতীয়ত প্রত্যাশা—কাজ, যা চাকরি হিসেবে বহুল পরিচিত। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কী? দৃশ্যত হতাশাজনক। এদিকে অবশ্য প্রধান উপদেষ্টা উদ্যোক্তা হওয়ার সবক দিচ্ছেন এবং দিয়েই যাচ্ছেন। হয়তো এটি মোহাতারেমের ইনবিল্ট...