সংশ্লিষ্টরা বলছেন, ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর ব্যাংক খাতের প্রকৃত আর্থিক চিত্র প্রকাশ পেতে শুরু করেছে। এতদিন অনেক প্রভাবশালী ঋণগ্রহীতার ঋণ গোপন বা নিয়মিত হিসেবে দেখানো হতো। কিন্তু নতুন প্রশাসনের অধীনে এসব হিসাব পুনর্মূল্যায়নে বেরিয়ে আসছে প্রকৃত খেলাপির সংখ্যা ও অঙ্ক। কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণ বলছে, আগে ঋণ গোপন রাখা, বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী খেলাপি ঘোষণার সময়সীমা হ্রাস এবং কৃষি ও ক্ষুদ্র-মাঝারি খাতের ঋণে বিশেষ সুবিধা বাতিল ঋণ বৃদ্ধির প্রধান কারণ।বিগত আওয়ামী সরকারের একটানা দেড় দশক দেশ পরিচালনার শেষদিকে ব্যাংক খাত প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় খেলাপি ঋণ ছিল ২০ হাজার কোটি টাকার কিছু বেশি। ১৬ বছরে তা বেড়ে দাঁড়ায় ৩০ গুণ। এর পেছনের সবচেয়ে বড় কারণ ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রভাবশালীদের ঋণ গ্রহণ এবং...