উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের মূলধন ঘাটতির পরিমাণ ৭১১ কোটি ৫৫ লাখের বেশি টাকা। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছ, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির নিরীক্ষক এমন তথ্য দিয়েছে। জানা গেছে, কোম্পানির আর্থিক প্রতিবেদন ২০২০ সাল থেকে অপ্রকাশিত রয়েছে। ফলে কোম্পানির বিনিয়োগকারীরা দীর্ঘ বছর অনেকটা অন্ধকারে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গতকাল সোমবার ডিএসইর মাধ্যমে কোম্পানির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদনের ওপর নিরীক্ষকের মতামত প্রকাশ করা হয়েছে। নিরীক্ষকের মতে, ২০২০ সালে কোম্পানির সুদ বাবদ লোকসান হয়েছে ৬১ কোটি ১৮ লাখ টাকা। আর ওই বছরে মোট পরিচালন লোকসান দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩২ লাখ টাকা। অন্যান্য ব্যয় বহন শেষে শেয়ারপ্রতি ৩৩ টাকা ১৩ পয়সা লোকসান হারে কর-পরবর্তী নিট...