কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের গোপন জামিনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডিসি গেট অবরোধ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জানান, চন্দন কুমার পালের জামিন ইস্যুতে তাদের দেওয়া আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে গিয়ে তাদের দাবিগুলোর কথা জানান। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান তাদের দাবিগুলোর প্রতি সমর্থন করে বলেন, লিখিত অভিযোগ দিলে দাবিগুলো সরকারকে দ্রুত জানানো হবে। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকায় জেলা প্রশাসকের কার্যালয়সহ...