গভর্ন্যান্স প্রোফেশনাল ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ইউনিক গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক এবং কোম্পানি সচিব মো. শরীফ হাসান এ তৃতীয় বারের মতো ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে আইসিএসবির ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ষষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইসিএসবির সহযোগী ও ফেলো সদস্যদের সরাসরি ভোটে ১৩ জন কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মো. শরীফ হাসান ২০২৫-২৮ মেয়াদের কাউন্সিলে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হন এবং মোহাম্মদ শাহজাহান দ্বিতীয় স্থান অধিকার করেন। নতুন এ কাউন্সিলের সদস্যরা আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ সময়ে দুই মেয়াদে তিনি কাউন্সিলর নির্বাচিত হন এবং...