সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমের সুরক্ষা স্কিমে এখন থেকে বাড়তি চাঁদা দিতে পারবেন পেনশন গ্রহীতারা। এতদিন এই স্কিমে চাঁদার হার ৫ হাজার টাকা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি ১৫ হাজার টাকা অনুমোদন করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন কর্তৃপক্ষ আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ বিভাগের সচিব, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান, অর্থ বিভাগসহ পেনশন পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, জাতীয় পেনশনের সুরক্ষা স্কিমটি মূলত আত্মকর্মসংস্থান ক্যাটাগরির নাগরিকদের জন্য। যেখানে অনেক নিম্ন আয়ের পাশাপাশি উচ্চ আয়ের অনেক মানুষ রয়েছেন। উচ্চ আয়ের মানুষদের আকৃষ্ট করার জন্যই চাঁদার হার ৫...