ক্ষণস্থায়ী এই পৃথিবী আসলে এক পরীক্ষার মাঠ, যেখানে প্রতিটি মুমিন নিজের আমল দ্বারা পরকালের জান্নাত অর্জনের চেষ্টা করে। কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু গুনাহে লিপ্ত হয়ে পড়ি, যা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুতর। ইসলামে এসব ভয়াবহ অপরাধকে বলা হয় কবীরা গুনাহ—অর্থাৎ বড় পাপ। কোরআন ও হাদিসে বারবার সতর্ক করা হয়েছে এসব পাপ থেকে দূরে থাকার জন্য। আজকের প্রতিবেদনে জেনে নিন সেই তিনটি বড় কবীরা গুনাহ সম্পর্কে, যেগুলো থেকে দূরে থাকা প্রতিটি মুসলিমের জন্য ফরজ দায়িত্ব। শিরক অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা ইসলামের সবচেয়ে ভয়াবহ ও অমার্জনীয় গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শিরক করা ক্ষমা করেন না, তিনি যাকে ইচ্ছা অন্য সব গুনাহ ক্ষমা করে দেন।”শিরক মানে আল্লাহর একত্বে সন্দেহ করা বা অন্যকে...