দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বহুল আলোচিত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন আগামী জাতীয় নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতৃত্বাধীন সরকারের বিচার, এবং বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতির সার্বিক অবস্থান। এই সাক্ষাৎকারটি আগ্রহভরে দেখেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মির্জা গালিব। সোমবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বিশ্লেষণধর্মী পোস্টে তিনি লিখেছেন, সাক্ষাৎকারটির বেশ কিছু অংশ তাকে গভীরভাবে স্পর্শ করেছে, যদিও কিছু বিষয়ে তিনি আরও খোলামেলা বক্তব্য আশা করেছিলেন। গালিব লিখেছেন, “তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফার্স্ট পারসনের অনুপস্থিতি। ‘আমি’, ‘আমার দল’, ‘আমার দেশ’ নয়—বরং তিনি বারবার বলেছেন ‘জনগণ’, ‘দেশ’। একজন রাজনৈতিক নেতার বক্তব্যে এমন অন্তর্ভুক্তিমূলক শব্দচয়ন সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও যোগ করেন,...