ময়মনসিংহে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সংস্কৃতিকর্মী ও গ্রাফিক্স ডিজাইনার কবি শামীম আশরাফকে আটক করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার শামীম আশরাফ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের হাড়গুজির পাড় এলাকার মো. আলীম উদ্দিনের ছেলে। তিনি নগরীর আমপট্টি মোড় এলাকার গ্রাফিটির মালিক। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বেহেশত নিয়ে কটূক্তি করেছিলেন শামীম আশরাফ। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। রাতে তার অবস্থান সম্পর্কে জানতে পেরে আটক করা হয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম বলেন, শামীম আশরাফের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। এর আগে, এদিন সকাল ১১টার দিকে নিজের...