ভয়াবহ বন্যার কবলে পড়ে ভারতের উত্তরবঙ্গের অবস্থা এখন রীতিমতো শোচনীয়। নদী উপচে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। যোগাযোগব্যবস্থাও হয়ে পড়েছে নাজুক। আটকা পড়েছেন বহু পর্যটক। মানবেতর জীবনযাপন করছেন মানুষজন। এমন করুণ দশায় প্রাণ কেঁদে উঠেছে টলিউড অভিনেত্রী রু´িণী মৈত্রের। নিলেন এক ব্যতিক্রমী পদক্ষেপ। গতকাল সোমবার সকাল ১১টায় মুক্তির কথা ছিল রু´িণীর সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’র টিজার। কিন্তু নিজের দেশের একাংশের মানুষজনকে এমন অসহায় অবস্থায় রেখে টিজার উদযাপনে মন সায় দেয়নি নায়িকার। শুধু তাই নয় চলচ্চিত্রটির মুক্তির তারিখও পিছিয়ে দেওয়া হয়। গোটা টিমের হয়ে এই ঘোষণা করেন রু´িণী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, বন্যায় উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার পিছিয়ে দেওয়ার। টিজার কবে মুক্তি পাবে সেটা আগামীতে জানিয়ে...