‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বা ‘ফ্রিডম ফ্লোটিলা’র মতো সামুদ্রিক মানবিক অভিযানগুলো আধুনিক মানবাধিকার আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছে। এই প্রচেষ্টাগুলোর শুরুটা ছিল ২০১০ সালের ‘মাভি মারমারা’ অভিযানের মাধ্যমে। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের নৌ-অবরোধকে চ্যালেঞ্জ জানানোর উদ্দেশ্যে বিশ্বব্যাপী নাগরিক সমাজের নেতৃত্বে পরিচালিত একটি সাহসী ও অহিংস সমুদ্র অভিযান হলো গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আরবি শব্দ ‘সুমুদ’ (Sumud)-এর অর্থ হলো ‘ধৈর্য, স্থিরতা বা দৃঢ়তা’, যা ফিলিস্তিনিদের প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার মানসিকতার প্রতীক। এই অভিযান কেবল মানবিক সাহায্য পৌঁছে দেওয়াই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ গাজার দুরবস্থার দিকে ফেরানোর এক শক্তিশালী নৈতিক এবং রাজনৈতিক প্রচেষ্টা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জন্ম ২০০৬ সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ‘ফ্রিডম ফ্লোটিলা’ আন্দোলনের উত্তরাধিকার বহন করে। ২০১০ সালের ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে...