
কাজের ক্ষেত্রে প্রেজেন্টেশন বহুল প্রচলিত মাধ্যম। করপোরেট জগতে হোক বা ক্লাসে, কোনো বিষয়ে সবার সামনে নিজের ধারণা উপস্থাপন করতে প্রেজেন্টেশনের দরকার হয়। প্রেজেন্টেশনগুলো প্রজেক্টরে দিতে হয় সøাইড বানিয়ে। প্রেজেন্টেশন যথাযথ করার কিছু মূল বিষয় আছে, অতি সাধারণ হওয়া সত্ত্বেও সেসব উপেক্ষা করে যায় অনেকেই। ফলে আশানুরূপ প্রেজেন্টেশন দেওয়া হয় না। ভালো প্রেজেন্টশনের বেশ কিছু উপায় আছে। লেখা সংক্ষিপ্ত হবে : সøাইডে লেখা ততটাই থাকবে যতটা না লিখলে নয়। কিছু শব্দমালা থাকবে আপনার প্রেজেন্টেশন সøাইডে, বাকিটুকু মুখে বর্ণনা করবেন। সংক্ষিপ্ত লেখার বিশদ ব্যাখ্যা হবে কথার মাধ্যমে। রচনা লিখতে কখনোই প্রেজেন্টেশন ভালো ক্ষেত্র নয়, তার জন্য অ্যাসাইনমেন্ট রয়েছে, রিপোর্ট রয়েছে, প্রেজেন্টেশন অবশ্যই সে রকম হবে না। সবচেয়ে ভালো হয়, যদি বেশিরভাগ ক্ষেত্রে কেবল শব্দ রাখা হয় সøাইডে। বাক্যের বদলে এক-দুটি শব্দ ব্যবহার...