চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব গুনাগরী এলাকার খালেদা বেগম সেলাই কাজ করে আজ স্বাবলম্বী, পাশাপাশি হয়ে উঠেছেন অনেক নারীর অনুপ্রেরণা। গত ১৭ বছর আগে নিজের আগ্রহে শিখেছিলেন সেলাই কাজ। প্রথম প্রথম নিজের কাপড়গুলোই সেলাই করতেন। তার সেলাই করা কাপড় দেখে অনেকের পছন্দ হয়। তারাই আগ্রহী হয়ে তাদের কাপড় সেলাই করতে দেন। শুরুতে সালোয়ার-কামিজ, ব্লাউজ, পেটিকোটসহ বিভিন্ন ধরনের পোশাক ইত্যাদি সেলাই করতেন। বাজারের দর্জির দোকানে দাম বেশি হওয়ায় অনেকে তার কাছেই দিতেন। কারণ তিনি মজুরি কম রাখতেন। এভাবে আস্তে আস্তে তার সুনাম ছড়িয়ে পড়ে। গ্রামের মেয়েরা বাজারে দর্জির কাছে না গিয়ে তার কাছেই...