চাকরির বাজারে গবেষকদের চাহিদা বাড়ছে। এই সময়ে গবেষণা একটি বৈচিত্র্যময় ক্যারিয়ার। যাদের জানার আগ্রহ আছে, নিরিবিলি কর্মপরিবেশে কাজ করতে চান তারা গবেষণাধর্মী কাজ বেছে নিতে পারেন। লিখেছেন সাজিদ ইমতিয়াজ একজন গবেষকের জানার আগ্রহ থাকতে হয়। পাশাপাশি একটি গবেষণাধর্মী মন লাগবে। নতুন নতুন জিনিস অনুসন্ধানেও আগ্রহ থাকতে হবে। একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণা করতে চাইলে, সেটিতে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। অ্যাকাডেমিক শিক্ষা আপনাকে সেই বিষয়ের ওপর প্রাথমিক জ্ঞান এনে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে বিভিন্ন গবেষণা নিবন্ধ পড়তে হবে। কীভাবে রিচার্জ আর্টিকেল খুঁজতে হয় তা জানতে হবে। এ ছাড়া স্নাতক পর্যায়ে গবেষণার ওপর নানা কোর্সওয়ার্ক থাকে। সেখান থেকেও চাইলে গবেষণার মৌলিক ধারণাগুলো পাওয়া যায়। গবেষণা নিয়ে বিভিন্ন সেমিনার হয়, সেখানে অংশগ্রহণ করতে হবে। এ ছাড়া বিভিন্ন শর্টকোর্স তো আছে। আপনি ইন্টারনেট...