দেখতে দেখতে ক্যারিয়ারের দুই দশক স্পর্শ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। মঞ্চ, টিভি নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্র সব মাধ্যমেই সরব বিচরণ তার। সবখানেই নিজের চরিত্রকে জীবন্ত করতে জুড়ি নেই বহুমুখী এই প্রতিভার। পাশাপাশি ফ্যাশন শো-গুলোতে বেশ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। যদিও বছর দুই আগে অভিনয় থেকে অল্প সময়ের জন্য আড়ালে চলে যান রুনা খান। তবে অবিশ্বাস্য ওজন কমিয়ে অনেকটা অচেনা লুকে নতুন করে হাজির হয়ে গত বছর দর্শককে তাক লাগিয়ে দেন তিনি। এরপর থেকে স্যোশাল মিডিয়ায় নিয়মিত ঝড় তুলতে থাকেন একের পর এক আবেদনময়ী ছবি পোস্ট করে। এসব ছবির দরুন অনেকটা সমালোচনার শিকার হতে হয় তাকে। শুধু তাই নয়, রুচিহীন ও অশালীন পোশাক পরায় তীব্র কটাক্ষের কবলেও পড়তে হয় তাকে। তবে এসব সমালোচনাকে পাশ কাটিয়ে ভিন্ন ভিন্ন...