এখনকার শীর্ষ পেশাদারদের দক্ষতাগুলো বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক হতে হয়। এআই এবং মেশিন লার্নিং কর্মজীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে। আজকের চাকরির বাজারে প্রযুক্তিভিত্তিক পেশাদার দক্ষতা অপরিহার্য মনে করলেও নিয়োগকর্তারা এর অভাব লক্ষ করেছেন। তাই নতুন বছরে পরবর্তী অবস্থানে যেতে প্রযুক্তিগত দক্ষতায় দক্ষ হওয়া ও পরিবর্তন অত্যন্ত জরুরি। সৃজনশীলতা বা সফট স্কিল : সৃজনশীলতার মতো সফট স্কিলগুলো অপরিহার্য এবং চাহিদা রয়েছে। ব্যবসা এবং সৃজনশীলতা যখন একসঙ্গে ছিল না, সেই দিনগুলো অতীত হয়েছে। এখন প্রত্যেকেই চায় তাদের দলে মুক্তচিন্তার এবং সৃজনশীল মানুষ থাকুক। কারণ, এতে বিভিন্ন উপায়ে সমস্যাগুলো দেখা যায় এবং নতুনত্বে সমাধান করা যায়। নিয়োগকর্তারাও চাহিদার ভিত্তিতে এটিকে দুর্দান্ত পেশাদার দক্ষতা বলে মনে করেন। কারণ এটি এমন লোকদের খুঁজে পেতে সহায়তা করে, যারা পণ্য ও সেবার জন্য নতুন ধারণা তৈরি করতে...