অবস্থা আচানক হলেও বাস্তব। একদম নগদ। কেবল গুলতেকিন-শাওন নয়, আরও কত কী! ওপরের দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস থেকে নিচের দিকে রিজওয়ানা, আসিফ, ফরিদা কারোরই ছাড় নেই। সাবেক-বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ-মাহফুজ তো দুধভাত। এনসিপির হাসনাত, তাসনিম জারা, তাসনুবা, তুষার; বিএনপির ব্যারিস্টার রুমিন বা রাজনীতি বিশ্লেষক ডা. জাহিদই বা বাদ পড়বেন কেন? জানি না টিভি, আনোয়ার টিভি বা কইয়া দিমু টিভিসহ সোশ্যাল মিডিয়ায় এক সময় যে ধরনের বিরক্তিকর, অরুচিকর বিষয়-আশয় ঘুরত সেগুলোর কাছাকাছি তথ্য এখন কোনো কোনো মূল ধারার গণমাধ্যমেও। টকশোতে তো, রীতিমতো ঠেকায় কে দশা! এর মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বোমা ফাটানোর মতো তথ্য। কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে সেফ এক্সিটের পথ খুঁজছেন বলে তথ্য তার।...