মানবজাতির ইতিহাস যত পুরনো, শয়তানের শত্রুতা ততই প্রাচীন। আল্লাহতায়ালা মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ রূপে, তাকে দিয়েছেন বিবেক-বুদ্ধি, নেক আমলের যোগ্যতা ও জান্নাতের পুঁজি সংগ্রহের অবকাশ। কিন্তু মানুষের এ সৎযাত্রার শুরু থেকেই শয়তান তাকে পথভ্রষ্ট করার চক্রান্তে লিপ্ত। শয়তানের কুমন্ত্রণা ও প্রতারণায় সহজেই মানুষ আল্লাহর আনুগত্য থেকে ছিটকে গিয়ে জাহান্নামের পথে চলে যায়। তাই এই শয়তানের পরিচয়, কার্যকলাপ এবং তার ক্ষতি থেকে বাঁচার উপায় বা সেটার প্রতিকার জানা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। শয়তানের পরিচয় : শয়তান শব্দটি আরবি ‘শাতানুন’ থেকে এসেছে। এর অর্থ দূরে অবস্থান করা বা দূরবর্তী হওয়া। যেহেতু শয়তান কল্যাণ ও আল্লাহর রহমত থেকে অনেক দূরে অবস্থান করে, তাই তাকে শয়তান বলা হয়। (তাকরিরুল হাবি ১৫৩) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘ইবলিসের নাম ছিল আজাজিল। সে ছিল ফেরেশতাদের মধ্যেও...