সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় জেলার কসবা উপজেলা সুপার মার্কেট চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় কবির আহম্মেদ ভূইয়া বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন হবে। আর এই ৩১ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ঘটবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।তিনি আরও বলেন, শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপির কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত নয়, থাকতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যা দূরীকরণ ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হবে।তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্টকসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফখর উদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. ইসমত আরা সুলতানা, জেলা বিএনপির...