ব্রেন স্ট্রোক আজকের যুগে অন্যতম ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি হিসেবে পরিচিত। প্রতি বছর লাখ লাখ মানুষ এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হন, যার ফলে তাদের দৈনন্দিন জীবন শুধু সীমিত হয় না, মানসিক ও শারীরিক প্রতিকূলতাও বেড়ে যায়। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক আশার আলো দেখিয়েছেন যা স্ট্রোক আক্রান্তদের পুনর্বাসনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। ইউসিএলএ হেলথের গবেষকরা একটি যুগান্তকারী ওষুধ আবিষ্কার করেছেন, যা ব্রেন স্ট্রোক পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে শারীরিক থেরাপির মতো কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ফলাফল প্রকাশিত হয়েছে প্রখ্যাত নেচার কমিউনিকেশন জার্নালে। গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষায় দেখেছেন, নতুন ওষুধটি স্ট্রোক আক্রান্ত ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সক্ষম। ব্রেন স্ট্রোকের সময় ‘পারভেল বুমিন নিউরন’ নামে কিছু কোষ ক্ষতিগ্রস্ত হয়। এই নিউরনগুলো মস্তিষ্কে ছন্দ তৈরি করতে সাহায্য করে, যা চলাচলের অন্যান্য নিউরনকে...