শেষ দিনে নিস্তরঙ্গ হয়ে পড়া বিসিবি নির্বাচনে আলোড়নই তুলে দিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে পরিচালক হয়ে আসা ব্যবসায়ী ইসফাক আহসান। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচিত হয়ে আসার ৬ ঘণ্টা না পেরোতেই তাকে সরিয়ে দেওয়া হয় এনএসসির পক্ষ থেকে। আওয়ামী সংশ্লিষ্টতার কারণেই যে তার এই পদচ্যুতি, তা বলাই বাহুল্য। বিষয়টি পরিষ্কার করেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘কালকে সকালে আমরা নতুন পরিচালক দেব। তাকে ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেটির জন্যই আমরা তাঁকে সরিয়ে দিচ্ছি।’ সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। তিনি চাঁদপুর-২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। সে আসন থেকে আওয়ামী লীগের পক্ষে...