উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে বর্তমানে সুপারি চাষে কৃষকদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় দিন দিন সুপারির উৎপাদন যেমন বাড়ছে, তেমনি এই ফসলের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি আসছে। অন্যান্য ফসলের চাষাবাদের তুলনায় ঝুঁকি কম এবং পরিচর্যায় খরচ কম হওয়ায় বেশিরভাগ কৃষক সুপারি চাষ করে অধিক লাভবান হচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, বর্তমানে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৭ হাজার ৩৬০ হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে। সুপারি গাছের সবচেয়ে বড় সুবিধা হলো, একবার রোপণ করলে তেমন কোনো পরিচর্যা ছাড়াই টানা ২৫-৩০ বছর ধরে ফলন পাওয়া যায়। প্রতি হেক্টরে প্রায় আড়াই থেকে তিন মেট্রিক টন সুপারি উৎপাদন হয়। চলতি বছর জেলায় প্রায় ২০ হাজার ৫০০ মেট্রিক টন সুপারি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা...