মনোমুগ্ধকর রঙ এবং রসে ভরপুর চিবিয়ে খাওয়ার বিশেষ জাতের আখ ‘রঙ বিলাস’ চাষ করে নাটোর জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে সফল হচ্ছেন। চলতি মৌসুমে নাটোর জেলায় ১০৯ হেক্টর জমিতে এই বিশেষ আখ চাষ করা হয়েছে, যা থেকে প্রায় ১ হাজার ৫০ টন রস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এই বছর মোট আবাদকৃত ১০৯ হেক্টর জমির মধ্যে সর্বোচ্চ ৬১ হেক্টর চাষ হয়েছে বড়াইগ্রাম উপজেলায়। এছাড়া গুরুদাসপুর উপজেলায় ৪৫ হেক্টর এবং সিংড়া উপজেলায় তিন হেক্টর জমিতে আবাদ হয়েছে। অর্থাৎ চলনবিল অধ্যুষিত এই তিনটি উপজেলাতেই ‘রঙ বিলাস’ আবাদ কেন্দ্রীভূত হয়েছে, যা প্রমাণ করে চলনবিলের মাটি, পানি ও আবহাওয়া এই আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী। বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙা গ্রামের ৩০ বছর ধরে এই আখ চাষে যুক্ত কৃষক গোলাম রসুল...