বেশিরভাগ সময়ই দেখা যায়, সন্তানকে হাসপাতালে আনা হয় যখন দেরি হয়ে গেছে। সামান্য জ্বর বা মাথাব্যথা মনে হয় ফ্লু বা ডেঙ্গু, কিন্তু তা হতে পারে মারাত্মক মেনিনজাইটিস। সঠিক নির্ণয় হওয়ার আগে যদি সময় নষ্ট হয়, তা শিশুদের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে আবৃত মেনিনজেসের প্রদাহ। এটি ভাইরাল, ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল কারণে হতে পারে এবং চিকিৎসা না করলে তা স্থায়ী স্নায়বিক ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে, যা ঘণ্টা বা দিনের মধ্যে ঘটে যেতে পারে। দুঃখজনক বিষয় হলো, এই ক্ষতি অনেকাংশেই প্রতিরোধযোগ্য যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তাই বিশ্ব মেনিনজাইটিস দিবস (৫ অক্টোবর) উপলক্ষে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দেওয়া জরুরি: উঁচু ভাইরাল ঋতুতে মেনিনজাইটিসকে সাধারণ সংক্রমণের সঙ্গে সহজেই ভুল করা হয়। লক্ষণ মিলনের...