বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ হিসেবে এখনও শীর্ষে রয়েছে হৃদরোগ। প্রতিবছর প্রায় ১ কোটি ৭৯ লাখ মানুষের প্রাণ কেড়ে নেয় এই নীরব ঘাতক। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঘটনা খুব কমই ঘটে হঠাৎ করে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকদের পরিচালিত এই বিশ্লেষণে দেখা গেছে, যেসব ব্যক্তি পরবর্তীতে হার্ট অ্যাটাক বা অন্য হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৯৯ শতাংশেরই ছিল অন্তত একটি স্পষ্ট ঝুঁকির কারণ। এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত শর্করা, কোলেস্টেরল ভারসাম্যহীনতা বা ধূমপানের ইতিহাস—যা তাঁদের রোগ নির্ণয়ের বহু বছর আগেই উপস্থিত ছিল। গবেষণাটি জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজি-তে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, দীর্ঘদিনের প্রচলিত ধারণা যে হার্ট অ্যাটাক হঠাৎ করে আঘাত হানে, সেটি পুরোপুরি ভুল। বরং এই রোগ...