রংপুর ও গঙ্গাচড়া : গঙ্গাচড়া উপজেলার অন্তত ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু জানান, তার ইউনিয়নের গান্নার পাড়, বোল্লার পাড়, ধামুর এলাকায় প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, ইউনিয়নের পশ্চিম ইচলি, মধ্য ইচলি, পূর্ব ইচলি, জয়রাম ওঝা, শংকরদহ ও চল্লিশ সাল এলাকার প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি। গজঘণ্টা ইউপি চেয়ারম্যান (প্যানেল) বকুল মিয়া বলেন, কালির চর, চর ছালাপাক ও চর রাজবল্লভ এলাকার প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি। আলমবিদিতর ইউপি প্রশাসক আবতাবুজ্জামান জানান, ইউনিয়নের পাইকান হাজীপাড়া ও ব্যাঙপাড়া এলাকার প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় ফসলি জমি, বাড়িঘর, মাছের ঘের, সড়ক...