গণভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হওয়ায় সংস্কার ও নির্বাচন প্রশ্নে ‘বড় বাধা’ কাটছে বলে মনে করছেন শীর্ষ রাজনীতিকসহ বিশেষজ্ঞরা। তারা বলেন, এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তার মেঘ জমেছিল, তা কেটে আশার আলো ফুটছে। ‘আগে সংস্কার, পরে নির্বাচন’-এমন দাবিতে যারা অনড় ছিলেন, তারাও এ সিদ্ধান্তে খুশি। গণভোট নিয়ে একমত হওয়ায় সংস্কারের ক্ষেত্রেও বড় অগ্রগতি হয়েছে বলে মনে করছে জাতীয় ঐকমত্য কমিশন। এমনকি এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশন বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী বৈঠক করবে এবং এর মধ্যে আইনি ও সংবিধানগত বিষয়গুলো নির্ধারণের জন্য বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শ করবে। কমিশন ১৫ অক্টোবরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায়। জুলাই জাতীয়...