যত দ্রুত সম্ভব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত * হাসিনার ভারতে অবস্থান ও ফেরতের বিষয়টি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনে যে-ই সরকার গঠন করুক, ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই ভারতের প্রত্যাশা-এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, যতদ্রুত সম্ভব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। এমন নির্বাচন কীভাবে হবে, সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। তবে নির্বাচন শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয়; বরং বহির্বিশ্বেও বিশ্বাসযোগ্য হতে হবে। সোমবার দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বর্তমানে...