জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আসামিদের গ্রেফতার করে ১৪ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন-এ ধরনের দুরাশা করে লাভ নেই। সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ন্যায়বিচার সব সময় আপন গতিতে চলবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, ন্যায়বিচার সব সময় আপন গতিতে চলবে। আইন নিরপেক্ষভাবে কাজ করবে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এটা বিশ্বাস করার কোনো সুযোগ এ দেশে থাকবে না। চিফ প্রসিকিউটর বলেন, এতদিন যারা বিভিন্নভাবে শঙ্কা প্রকাশ...