নেত্রকোনার মোহনগঞ্জ থানার অদূরে নিজ দোকানে নারায়ণ চন্দ্র (৪২) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনায় পুরো এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত প্রায় ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার জনবহুল বসুন্ধরা মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় দোকানে কেউ ঢুকছে বা বের হচ্ছে না দেখে খোঁজ নিলে দোকানের ভেতরে নারায়ণকে জবাই করা অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দোকানের ভেতরেই নারায়ণের রক্তাক্ত লাশ পড়ে ছিল। তবে কে বা কেন এই হত্যাকাণ্ড করেছে, তা এখনো কেউ বলতে পারছে না। নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র এডিশনাল এসপি হাফিজুল ইসলাম ঘটনাস্থলে পুলিশ থাকার...