জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব পড়বে না * জামায়াতের সম্ভাব্য জোট নিয়ে উদ্বেগ নেই * আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে-‘সবচেয়ে বড় বিচারক জনগণ’ শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুলপ্রত্যাশিত নির্বাচনের সময় দেশের জনগণের পাশেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তারেক রহমান। সোমবার প্রচার হওয়া ওই সাক্ষাৎকারে তার দেশে ফেরা, নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচনে দলের কৌশল, চবিবশের গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয় উঠে আসে। দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম, হয়তো গণমাধ্যমের ইচ্ছা...