রাজধানীর মগবাজার এলাকায় বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের স্থানীয় যুবদল নেতা–কর্মী বলে পরিচয় দিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ভয়ে তাঁরা মগবাজারের একটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া ২০ হাজার টাকার একটি চেকে সই করতে বাধ্য করা হয়। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে, রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা গ্রিনওয়ের একটি ফ্ল্যাটে। রোববার এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আবদুল...