আজকাল পিঠে ব্যথা যেন প্রায় সবার সঙ্গী। আগে যেখানে এটা ছিল মূলত বয়স্কদের সমস্যা, এখন অফিসে দীর্ঘ সময় বসে থাকা কিংবা খারাপ ভঙ্গিমার কারণে তরুণরাও প্রায়ই পিঠে ব্যথায় ভোগেন। বেশিরভাগ মানুষ এটিকে সাধারণ পেশির টান বা ক্লান্তি ভেবে হালকাভাবে নেন। কিন্তু কখনও কখনও এই সাধারণ মনে হওয়া ব্যথাই হতে পারে ভয়াবহ বিপদের ইঙ্গিত। যদি এই ব্যথার আড়ালে লুকিয়ে থাকে অগ্ন্যাশয়ের ক্যানসার? সাধারণত পিঠের ব্যথা নিরীহ কারণেই হয়—পেশি টান, ভুল ভঙ্গি, কিংবা ডিস্কজনিত সমস্যা। তবে বিরল কিছু ক্ষেত্রে, বিশেষত যখন এর সঙ্গে অন্য কিছু উপসর্গ দেখা দেয়, তখন এটি শরীরে গুরুতর কোনো অসুস্থতার সংকেতও হতে পারে। অগ্ন্যাশয়ের ক্যানসার তেমনই এক নীরব বিপদ, যার প্রাথমিক লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম যে তা সহজেই সাধারণ পিঠব্যথা বা হজমের সমস্যার সঙ্গে মিলে যায়। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই...