ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি আবারও আলোচনায় এবার প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথাবার্তার জন্য। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি অকপটে জানান নিজের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান যখন জিজ্ঞেস করেন, “এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?” পরীমণি স্পষ্টভাবে বলেন, “না।” তবে সম্পর্ক আছে কি না, জানতে চাইলে রহস্য রেখে বলেন, “জানি না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয়, আর এটা থাকা ভালো।” বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, “আমি একবার বিয়ে করেছি, শরীফুল রাজকে। অন্যদের নিয়ে যে প্রশ্ন ওঠে, ওরা হয়তো সৎস্বামী। যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।” রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তিনি যোগ করেন, “রাজের সঙ্গে...