হীরার মধ্যে এমন এক অদ্ভুত আকর্ষণ আছে, যা কেবল তার ঝলমল নয়, তার ইতিহাস, রহস্য আর রাজকীয় মর্যাদার সঙ্গেও জড়িয়ে। যুগে যুগে কিছু হীরা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং আকার, বিরলতা ও কিংবদন্তির জন্যও ইতিহাসে স্থান করে নিয়েছে। এগুলো সাধারণ অলংকার নয়, বরং রত্নজগতের আসল রাজমুকুট। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে দামি ১০টি হীরার গল্প—যেখানে রয়েছে অমূল্য কোহিনূর থেকে শুরু করে কোটি কোটি টাকায় বিক্রি হওয়া দুর্লভ রত্নের ঝলক। কোহিনূর: অমূল্যের অমূল্য রত্ন‘আলো পাহাড়’ নামের এই কিংবদন্তি হীরাটি বিশ্বের সবচেয়ে মূল্যবান রত্ন হিসেবে বিবেচিত। পারস্য ভাষায় যার অর্থই ‘আলোর পর্বত’। ইতিহাস বলছে, একসময় এই হীরার ওজন ছিল প্রায় ৭৯৩ ক্যারেট, যা কেটে ঘষে এখন অনেক ছোট হলেও ঝলমলানিতে হার মানায় না কাউকে। কোহিনূর নিয়ে বিতর্ক যেমন দীর্ঘ, তেমনি এর যাত্রাও...