বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রাথমিক ফলাফল অনুযায়ী বিসিবি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ এই চেয়ারে বসছেন তিনি। অস্বাভাবিক কোনো পরিবর্তন নেই সহ-সভাপতি পদেও। প্রত্যাশামতোই সহ-সভাপতি পদে আসছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। নির্বাচিত হয়েছেন ইফতেখার রহমান মিঠুও। আলোচনার শেষ ছিল না এই নির্বাচন ঘিরে। তবে শেষ পর্যন্ত সব বাধা উপেক্ষা করে সোমবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। যেখানে ছিলেন না তামিম ইকবালসহ আগেই সরে যাওয়া ২১ জন পরিচালক প্রার্থী। বাকিদের নিয়েই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। সবচেয়ে বেশি আলোচিত ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার ছিলেন। তবে সেখানে ভোট...