বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পরিবর্তনের সিদ্ধান্ত নিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিতর্কে জড়িয়ে পড়ায় এনএসসির মনোনীত পরিচালক ইসফাক আহসানকে সরিয়ে দিচ্ছে সংস্থাটি।সোমবার অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে এনএসসির পক্ষ থেকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসফাক আহসানের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল সকালে আমরা নতুন একজন পরিচালক নিয়োগ দেব। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ইসফাক আহসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী...