দেশে ফিরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি বিএনপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন। প্রায় দেড় যুগ ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসা তারেক রহমান মনে করেন, যে জনআকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে সরানো হয়েছে, একটি ‘অবাধ ও গ্রহণযোগ্য’ নির্বাচন না হওয়া পর্যন্ত তা ‘পূর্ণতা পাবে না’। তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী, আমরা জয়ী হব। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এককভাবে সরকার গঠন করার মত সংখ্যাগরিষ্ঠতা পাব।” ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, এই প্রথমবারের মত তারেক রহমান তাদের সামনাসামনি কোনো সাক্ষাৎকার দিলেন। ইংরেজিতে দেওয়া এ সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমি মনে করি, আমার দেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে।” ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, ভবিষ্যতে বাংলাদেশে যারাই সরকার গঠন...