তিন মাসে প্রায় ২ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসী আয় এবং রপ্তানি ইতিবাচক প্রবাহের ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার ৮টি ব্যাংক থেকে ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ডলারের চাহিদা কমে আসায় দাম কিছুটা নি¤œমুখী প্রবণতায় ছিল। এ অবস্থায় ডলারের দাম আরও কমে গেলে রপ্তানিকারক ও রেমিটেন্স পাঠানো ব্যক্তিরা অনুৎসাহী হতে পারে।...