ঘরের সাজসজ্জা ও পরিবেশবান্ধব আবহ তৈরির জন্য এখন অনেকেই ইনডোর প্ল্যান্ট রাখেন। এসব গাছ বাতাসের দূষণ কমাতে সাহায্য করে, এ তথ্য সবারই জানা। তবে জানেন কি, এই গাছই আবার আপনার ওয়াইফাইয়ের গতিকে ধীর করে দিতে পারে? সম্প্রতি ব্রডব্যান্ড জিনি নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে, ঘরের ভেতরে থাকা গাছপালা ওয়াইফাই সংযোগের গতি কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, রাউটারকে গাছ থেকে সরিয়ে নিলে ইন্টারনেটের স্পিড এক-তৃতীয়াংশেরও বেশি বেড়ে যেতে পারে। কেন গাছের কারণে ওয়াইফাই স্লো হয়? গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইনডোর প্ল্যান্টের ভেজা মাটি ও মোটা পাতাগুলো ওয়াইফাই সিগন্যালকে শোষণ করে নেয় বা প্রতিফলিত করে। ফলে সিগন্যাল দুর্বল হয়ে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে ইন্টারনেটের গতিতে। বিশেষ করে ছোট ফ্ল্যাটে যদি অনেক গাছ থাকে, তাহলে এই প্রভাব আরও স্পষ্টভাবে বোঝা যায়।...