বাগেরহাটে চাঞ্চল্যকর সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন সোমবার ( ৬ অক্টোবর) রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের মো. শহিদুল হাওলাদারের ছেলে মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫), একই গ্রামের মো. আব্দুল হাই এর ছেলে মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান,...