জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছিলেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে কয়েকঘণ্টার ব্যবধানে পরিচালক হিসেবে ইসফাক আহসানকে সরিয়ে দিয়েছে এনএসসি। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেবে। আগামীকালই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে। তাকে ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেটির জন্যই তাকে সরিয়ে দেয়া হচ্ছে।’ এনএসসির মনোনয়নে বিসিবি পরিচালক হওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ওঠে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেলেও ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে...