নিহত মোজাম্মেল হক (৫৫) ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহত দুই ইজিবাইক চালক হলেন- মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার আনিসুর রহমান (৩৮) ও জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার রানা বাবু (৪০)। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (এসআই তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়কে থাকা দুটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক আনিসুর রহমান ও রানা বাবু গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই পথচারী মোজাম্মেল হক নিহত হন। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসচালক রুবেল ও হেলপার নাঈম শেখকে আটক করে গণধোলাই দেয় এবং পরে...