দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে ঘুসের দুই লাখ ৭৬ হাজার টাকাসহ স্থানীয় এক এনজিও সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ওই এনজিও সদস্যের নাম হাসিব হোসেন। সোমবার (৬ অক্টোবর) বিকেলে যশোর জেলা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের টিম হঠাৎ বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব ও প্রশাসনিক শাখায় প্রবেশ করে। এ সময় সন্দেহজনক কার্যকলাপ দেখে এনজিও সদস্য হাসিব হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে ঘুসের দুই লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন বলেন, গোপন তথ্য ছিল, কাস্টমসের ভেতরে ঘুস লেনদেন চলছে। তথ্যের সত্যতা যাচাইয়ে অভিযান চালিয়ে হাসিব নামে এক এনজিও সদস্যকে ঘুসের টাকাসহ হাতে-নাতে ধরা হয়। তিনি আরও...